ঢাকা বিভাগ

ঢাকা বিভাগ ১৮২৯ সালে গঠিত হয়। ১৮৬৪ সালে ঢাকা মিউনিসিপ্যালিটি গঠিত হয় এবং ১৯৬০ সালে এটিকে টাউন কমিটিতে রূপান্তর করা হয়। ১৯৯০ সালে ঢাকা শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়।

সীমানাঃ রংপুর বিভাগ ব্যতিত অন্যান্য সকল বিভাগের সাথে ঢাকা বিভাগের সীমানা রয়েছে। এর উত্তরে রয়েছে ময়মনসিংহ বিভাগ, দক্ষিণে বরিশাল বিভাগ, পূর্ব ও দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম বিভাগ, উত্তর-পূর্বে সিলেট বিভাগ, পশ্চিমে রাজশাহী বিভাগ এবং দক্ষিণ-পশ্চিমে খুলনা বিভাগ।

ঢাকা বিভাগ আয়তন: ৩১০২৬.৫১ বর্গ কিমি। অবস্থান: ২২°৫১´ থেকে ২৫°২৫´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৯´ থেকে ৯১°১৫´ পূর্ব দ্রাঘিমাংশ।জনসংখ্যা ৩৯০৪৪৭১৬।

Not Found

Apologies, but the page you requested could not be found. Perhaps searching will help.