Apologies, but the page you requested could not be found. Perhaps searching will help.
খুলনা বিভাগ
খুলনা বিভাগটির আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার। পৃথিবীর মানচিত্রে খুলনা বিভাগের অবস্থান ২১০৪০’ উত্তর অক্ষাংশ হতে ২৪০১২ উত্তর অংশে এবং ৮৮০৩৪’ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯০৫৭’ পূর্ব দ্রাঘিমায়। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। খুলনা দশটি জেলার বিভাগীয় সদর দপ্তর। ঢাকা ও চট্টগ্রাম নগরের পরে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগর। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা, ভৈরব এবং ময়ূর নদীর তীর জুড়ে অবস্থিত। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্প নগরী হিসেবে ডাকা হয়।